ভিউজ: আইজেডিবি ভারতে বাংলাদেশি ঈলিশ
একই ঘটনার নিউজ। তিন পত্রিকার আবহ তিন রকম। প্রথমটা দেখুন, একমুহূর্তে কী পরিমান ইলিশ কোথায় পাঠানো হচ্ছে এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। চলে যাচ্ছে ২০ লাখ কেজি ইলিশ, চমকে উঠবেন। দ্বিতীয় নিউজের ছবিটা দেখুন, মনে হবে ইলিশ পাঠানোর এ ঘটনা তেমন কোনো ব্যাপার না, আগের ধারাবাহিকতাতেই এখনো হচ্ছে। এ বিষয়ে এত মনোযোগ দেওয়ার কিছু নেই! আর তৃতীয় নিউজের শিরোনামটা দেখলে মনে হবে, এবার ইলিশ রপ্তানি করে বিরাট ব্যবসার সুযোগ পেয়ে গেছে বেশ কিছু প্রতিষ্ঠান। যেন রপ্তানির আনন্দে অথৈ সুখ নেমে এসেছে! এভাবেই চলছে আমাদের গণমাধ্যম। দেশ এবং দেশের বাইরের মহব্বতের চাপ সামলাতে পরিবেশনার নানান আঙ্গিক তৈরি হচ্ছে, তৈরি করা হচ্ছে। এটা স্বাভাবিক এবং এমনটাই হয়।