কওমি শিক্ষা ব্যাবস্থা নিয়ে আমার সরলতম জানতে চাওয়া!

আমার প্রশ্নটা ঠিক অন্য যায়গায়,
কওমি ধারার শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ অভিভাবক আমাদের শিক্ষা বোর্ড,যেই সময়ে কওমিয়ানদের কর্মসংস্থানের এমন আকাল সেই সময়ে হিসাব কিতাবের জন্যও যোগ্য লোকবল আমাদের নেই কেন?
মাষ্টার্স সমমানের দাওরা পাশ আলেমকে আবার হিসাব বিজ্ঞানে স্নাতক হতে হবে কেন?
তবে গত পঞ্চাশ বছরে সমাজে এই শিক্ষাব্যবস্থা কী কন্ট্রিবিউট করেছে! শুধুই কি মিলাদের হুজুর তৈরি করেছে? একটা সমৃদ্ধ জাতি গঠনের জন্য পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থার কোন বিকল্প নেই, বেফাকের এই সার্কুলার দ্বারা এটা প্রকটভাবে ফুটে উঠেছে যে, কাওমী ধারার এই শিক্ষাব্যবস্থা পূর্ণাঙ্গ কোন শিক্ষাব্যবস্থা নয়! এটা স্বীকার করি বা না করি এটাই বাস্তব।
জাতিকে নেতৃত্ব দিতে হলে পূর্ণাঙ্গ, সমন্বিত, সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে। স্বাধীনতার পর থেকেই যদি ধরি , তুলনামূলকভাবে বাংলাদেশের আলেমরা অনুকূল পরিবেশ পাওয়ার পরও সকল ক্ষেত্রে পিছিয়ে পড়ার অন্যতম বৃহৎ কারণ মনে করি অপরিকল্পিত, অপূর্ণাঙ্গ এই শিক্ষাব্যবস্থা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন