তালেবানের বিজয়ে সেকুদের জ্বালাপোড়া শুরু হয়েছে....

Published from Blogger Prime Android App
নারী অধিকার, এ অধিকার, ও অধিকার আসল কথা না। আসল কথা হলো তালেবানের বিজয় তারা মেনে নিতে পারছে না। বুকের মধ্যে জ্বালা পোড়া হচ্ছে। 

রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক, আর্থিক এই বিপুল পরাজয় কোনো ভাবেই সহ্য হচ্ছে না। সংবাদ মাধ্যমগুলোয় এসে বিষ ঝাড়ছে। ইচ্ছা মতো কেচ্ছা কাহিনী বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 

তারা হয়তো বুঝতে পারছে না, আদর্শ এবং মনোবল কতোটা শক্ত হলে কুড়ি বছর ধরে মারা যায়, লেগে থাকা যায়। 

আমেরিকা, ন্যাটো যেখানে সর্ব শক্তি নিয়োগ করেও তালেবানদের আদর্শ থেকে, কমিটমেন্ট থেকে একচুল নড়াতে পারেনি, সেখানে তারা 'আইছে' কেচ্ছা কাহিনী নিয়ে। 

আফগান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং ঘাতক, দালাল, দখলদারদের পক্ষে অবস্থান নেয়া মানুষদের চিনে রাখুন। দেখবেন তারাই আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শেখাবে। চে গুয়েভারের গল্প শোনাবে।

দখলদার আমেরিকার শাসনামলে আফগানে কতোজন নারী ধর্ষিতা হয়েছে, কতো নিরিহ মানুষ হত্যার শিকার হয়েছে, কতো শিশু মরেছে, কতো দূর্নীতি হয়েছে এসব আলোচনা তাদের মুখে শুনবেন না। শুনবেন শুধু আতঙ্ক আর ভয় ছড়ানোর কথা। 

আমেরিকা যে কুড়ি বছর শোষণ করলো, যাওয়ার সময়ে আফগানদের অর্থনৈতিক ভাবে মারার জন্য রিজার্ভ আটকে দিলো এসব নিয়ে কোনো কথা শুনবেন না। শুনবেন শুধু গেলো রে.... গেলো রে.... আর্তনাদ।

ফেসবুকে একটা কমেন্ট পড়ে খুব মজা পেয়েছি। তানভির এনায়েত লিখেছেন, কাজের মেয়ে নির্যাতনকারীরাও এখন আফগান মেয়েদের নিয়ে চিন্তিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

 ৫ মামলায় মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট

Body Smell: ৩ খাবার: নিয়মিত খেলে দূর হবে ঘামের দুর্গন্ধ

আমাদের শিক্ষাব্যবস্থা যেমন হওয়া উচিত ছিলো -মুফতি মুহাম্মদ তাকি উসমানি