মডেল মসজিদে চাই মডেল ইমাম -বিতর্কিত লেখক ও রাজনীতিবিদ জিয়া আল-হায়দার
সাকূল্যে ১৫,০০০/- টাকা বেতনের খয়রাতি মোল্লা নয়;১৩ কোটি টাকার মডেল মসজিদে চাই সুযোগ্য মডেল ইমাম। এটিকে বলা হচ্ছে কালচারাল সেন্টার। সেন্টারের পরিচালক হয়;ইমাম নয়। ইসলামী বিষয়ে স্নাতকোত্তর পাশ করা/দাওরা/কামিল প্রাক্টিকাল যোগ্যতাধারী উচ্চ শিক্ষিত "পরিচালক কাম ইমাম-খতিব" নিয়োগ দিন। তাদেরকে উপজেলার বিসিএস কর্মকর্তাদের সমান মর্যাদা ও সুবিধা দিন। উপজেলার আইন শৃঙ্খলা কর্মকর্তারা অপরাধ সংঘটিত হওয়ার পর প্রতিকারের কাজ করে। একজন যোগ্য ইমাম ধর্মীয় প্রেষণা দিয়ে সমাজ থেকে অপরাধের প্রবৃত্তি ও প্রবণতা প্রতিরোধ করে। কাজেই প্রশাসনিক কর্মকর্তাদের চেয়ে যোগ্য ইমামের ভূমিকা কম নয়। ইমাম ও খতিবদের করুনার পাত্র বানিয়ে রাখার নিম্ম মানসিকতা বদলান। উপজেলার সরকারি কলেজের বাংলা ইংরেজির ইতিহাসের শিক্ষকের মত একজন খতিবকে পড়াশোনা করতে হয়, গবেষণা করতে হয়। ইমাম ও খতিব তার অডিয়েন্সকে নানা বিষয়ে শিক্ষা দেয়। এভাবে সমাজ ও জনশক্তি উন্নয়নে খতিবরা ভূমিকা রাখেন। কিন্তু তারা যোগ্যতা ও অবদান অনুযায়ী উপযুক্ত সম্মানী পান না। মডেল মসজিদের চেয়ে মডেল ইমাম বেশী দরকার। তাহলে সমাজে মডেল মুসলিম তৈরি হবে। নিয়োগ