সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে অভিভাবক বা ছাত্রছাত্রীদের কাছ থেকে কোন চাপ নেই। - শিক্ষামন্ত্রী

হ্যালো মাননীয় শিক্ষামন্ত্রী !! 
Published from Blogger Prime Android App
সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে I শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে অভিভাবক বা ছাত্রছাত্রীদের কাছ থেকে তেমন কোনো চাপ নেই I 

উপরোক্ত বাণী গুলি শ্রদ্ধেয়া শিক্ষামন্ত্রী দিপু মনির I 

উনাকে আমি খুঁজছি, কল দিলে রিসিভ করেন না I ম্যাসেজ দিলে দেখেও রিপ্লাই দেন না I 

স্বাভাবিক এটা !  উনি এখন পাওয়ারফুল মন্ত্রী, আমাদের মতো সাধারণ মানুষদের উনার প্রয়োজন নাই এখন I 
উনারা কখনো সখোনো যদি ক্ষমতার বাইরে যান তখন হয়তো আবারো সাধারণের কাতারে আসলে দেখা পাবো I 

আমি কেন উনাকে খুঁজছি কারণ হলো , উনি যে ৫ শতাংশের অংক দিলেন সেটা ভালো করে বুঝিনি I তার মানে কি শতকরা ৫ জন মানুষ সংক্রমিত হলে বা মরলে কোনো আপত্তি নেই, এর বেশি হলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ?? 

উনাকে অভিভাবক বা শিক্ষার্থীরা কেউ চাপ দিচ্ছেন না I  

এখানেও ক্লিয়ার নাহ I 
চাপ এর মাপকাঠি বা পরিমানটাও তিনি বিস্তারিত বলেননি I কতটুকু শক্তিশালী চাপ আসলে মনে হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধ্য হবেন সেটাও জানাননি I 

আমি যদ্দুর জানি লেখাপড়া না করতে করতে ছেলেমেয়েরা এখন পাবজি আর ফ্রি ফায়ার খেলছে আর কেউ কেউ না খেলতে দিলে আত্মহত্যা পর্যন্ত করছে I 

স্কুল কলেজে স্বাস্থ সুরক্ষা ব্যবস্থাপনা করে দিনের একটি বিশাল অংশ পড়াশুনা এবং নিরাপত্তার মাঝে থাকতে পারতো I 

অথচ পুরো শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ সহ পুরো আগামী প্রজন্মের ভবিষ্যত নিয়ে বিশাল সংকট দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে I 

যদি লকডাউন দিতে হয় তাহলে ১০০ ভাগ দেয়ার চেষ্টা করুন I এভাবে বৈষম্যমূলক লকডাউনে আমাদের সার্বিক ক্ষতি ছাড়া আর কিছুই হচ্ছেনা বলে আমার মনে হচ্ছে I 

সাইফুর সাগর 
সঞ্চালক , ফেস দ্যা পিপল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

 ৫ মামলায় মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট

Body Smell: ৩ খাবার: নিয়মিত খেলে দূর হবে ঘামের দুর্গন্ধ

আমাদের শিক্ষাব্যবস্থা যেমন হওয়া উচিত ছিলো -মুফতি মুহাম্মদ তাকি উসমানি