আগামী ইউপি নির্বাচনে ৮২ প্রার্থী দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা। -সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা।

Published from Blogger Prime Android Appবর্তমানে একদল কুচক্রিমহল আবারো আমার বিরুদ্ধে সুক্ষ্ম ষড়যন্ত্রে মেতে উঠেছে আমার গায়ে অর্থনৈতিক মিথ্যা অভিযোগ এনে আমাকে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে। আমি তাদেরকে বলবো 'যে অন্যের জন্য খাদ কাটে সেই নাকি নিজেই খাদে পড়ে'
 আমি আমার জীবনে কখনো কারো সাথে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কোন ষ্ট্যাম্পে বা সাদা কাগজে স্বাক্ষর করিনি।কিন্তু একটি মহল নাকি আমার স্বাক্ষর জাল করে অথবা আমার স্বাক্ষর কম্পিউটারে স্ক্যান করে ভুয়া ষ্ট্যাম্প তৈরী করে আমার গায়ে মিথ্যা অর্থনৈতিক তকমা লাগানোর ষড়যন্ত্র করছে,
 আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 এই হীনষড়যন্ত্রের দাতভাংগা জবাব দেয়া হবে ইনশাআল্লাহ। অযথা রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কেউ কাহারো মাধ্যমে আমার বিরুদ্ধে যদি মিথ্যা ষড়যন্ত্র করে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার পায়তারা করেন তাদের সে আশা কখনো পুরন হবেনা ইনশাআল্লাহ।
আমরা জ্বালাও পোড়াও আন্দোলনে বিশ্বাসী নই,
আমরা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিশ্বাসী। তাই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল কার্যক্রম পরচালনা করতে চাই।

আগামী ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার ৮২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সিদ্ধান্ত আমরা শতভাগ বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমার জেলার সকল নেতাকর্মী ও দায়িত্বশীলদের আগামী ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সকল ইউনিয়নের প্রার্থীদের চুরান্ত তালিকা আগামী ২০শে জুন এর ভিতর জেলা কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

 ৫ মামলায় মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট

Body Smell: ৩ খাবার: নিয়মিত খেলে দূর হবে ঘামের দুর্গন্ধ

আমাদের শিক্ষাব্যবস্থা যেমন হওয়া উচিত ছিলো -মুফতি মুহাম্মদ তাকি উসমানি