পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তালেবানের বিজয়ে সেকুদের জ্বালাপোড়া শুরু হয়েছে....

ছবি
নারী অধিকার, এ অধিকার, ও অধিকার আসল কথা না। আসল কথা হলো তালেবানের বিজয় তারা মেনে নিতে পারছে না। বুকের মধ্যে জ্বালা পোড়া হচ্ছে।  রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক, আর্থিক এই বিপুল পরাজয় কোনো ভাবেই সহ্য হচ্ছে না। সংবাদ মাধ্যমগুলোয় এসে বিষ ঝাড়ছে। ইচ্ছা মতো কেচ্ছা কাহিনী বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।  তারা হয়তো বুঝতে পারছে না, আদর্শ এবং মনোবল কতোটা শক্ত হলে কুড়ি বছর ধরে মারা যায়, লেগে থাকা যায়।  আমেরিকা, ন্যাটো যেখানে সর্ব শক্তি নিয়োগ করেও তালেবানদের আদর্শ থেকে, কমিটমেন্ট থেকে একচুল নড়াতে পারেনি, সেখানে তারা 'আইছে' কেচ্ছা কাহিনী নিয়ে।  আফগান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং ঘাতক, দালাল, দখলদারদের পক্ষে অবস্থান নেয়া মানুষদের চিনে রাখুন। দেখবেন তারাই আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শেখাবে। চে গুয়েভারের গল্প শোনাবে। দখলদার আমেরিকার শাসনামলে আফগানে কতোজন নারী ধর্ষিতা হয়েছে, কতো নিরিহ মানুষ হত্যার শিকার হয়েছে, কতো শিশু মরেছে, কতো দূর্নীতি হয়েছে এসব আলোচনা তাদের মুখে শুনবেন না। শুনবেন শুধু আতঙ্ক আর ভয় ছড়ানোর কথা।  আমেরিকা যে কুড়ি বছর শোষণ করলো, যাওয়ার সময়ে আফগানদের অর্থনৈতিক ভাবে মারার

কাবুল বিমানবন্দরে বোমা হামলা করে কথিত আইএস তাদের জন্মদাগ চিনিয়েছে।

ছবি
শুরু থেকেই তারা যেভাবে নৃশংসতা দেখিয়েছে তাতে বারংবারই মনে হয়েছে এরা এমন কোন অপশক্তি যারা ইসলাম ও ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে জনমনে আতংক তৈরি করতে চায়।  এই অপশক্তি মুসলিম দেশগুলোতে হামলা করে দেশের স্থিতিশীলতা নষ্ট করেছে, দেশগুলোর স্বৈরশাসকদের ভিত্তি মজবুত করেছে। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ভবিষ্যতবাণী অনুসারে পৃথিবী ও মানবতার মহান ত্রাতা ইমাম মাহদীর অনুসারীদের পতাকার রঙ কালো হওয়ার কথা। কালো সেই পতাকা মাজলুমের জন্য আনন্দের বার্তা আনার কথা। সেই কালো পতাকা মানবতার জন্য আনন্দ ও উল্লাস আনবে। সম্ভবত রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদ দেয়া সেই কাফেলা সম্পর্কে বিশ্ববাসীর মনে আতংক তৈরি করতেই এই কথিত আইএসকে তৈরি করা হয়েছে।