কাঠবিড়ালির ভুল ও মানুষের উপকার করে, আর মানুষ! -শায়খ মুসা আল-হাফিজ

Published from Blogger Prime Android Appকাঠবিড়ালির গল্প বলছিলাম।  সে দৌড়াদৌড়ি করে। আসলে কাজ করে। 
 কী কাজ তার? মূলত সে খাদ্যসংগ্রহে ব্যস্ত। যার মধ্যে রয়েছে নানা রকম বীজ। এগুলো সে এখানে রাখে,ওখানে রাখে। 

কিন্তু দিনভর সে খাদ্য কোথায় রাখে, তার নব্বই ভাগই ভুলে যায়। 

সাঈদ বললো, কাঠবিড়ালির  কাজ তো তাহলে বেকার যায়!!

 বললাম, মোটেও বেকার নয়। সে যেসব খাদ্য ভুলে গিয়ে এখানে ওখানে ফেলে রাখে, তার বেশির ভাগই গাছের চারা জন্মে কাজ করে। প্রতিদিন এভাবে জন্ম নেয় কিছু গাছের চারা।

সাঈদের প্রশ্ন : গাছ  কি কাজ করে? 
বললাম,অনেক কাজ করে। এর একটি হলো, গাছ  আমাদের অক্সিজেন সরবরাহ করে। 

সাঈদের প্রশ্ন, অক্সিজেন আমাদের কী কাজে লাগে? 

বললাম, আমরা নিশ্বাস না নিলে মরে যেতাম।  কিন্তু বাতাসে  অক্সিজেন না থাকলে আমরা নিশ্বাস নিতে পারতাম না। অক্সিজেন অনেক দামী। 

সাঈদ প্রশ্ন করে, কেমন দামী? 

বললাম, একদিনের নিঃশ্বাসে আমরা অক্সিজেন নিই
৫৫০ লিটার।  হাসপাতালে  সে অক্সিজেন নিলে দিতে হয় কমপক্ষে  ৪৮০০  টাকা। একদিনে যদি এ পরিমাণ টাকা দিতে হয়, এক বছরে কতো? একজনের যদি এতো ব্যয় হয়,এক পরিবারের ব্যয় কতো?  এভাবে দুনিয়ার সব মানুষের অক্সিজেন ব্যয় কতো?  

সাঈদের প্রশ্ন,  কত হবে দুনিয়ার সব মানুষের অক্সিজেনের দাম ? 

বললাম, পৃথিবীর সকল মানুষের ৬ মাসের  অক্সিজেন সরবরাহে খরচ হবে ৩৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় ৩১৫৪৬০৮০০০০০০০০০০ টাকা। 
গাছ এই পরিমান অক্সিজেন বিনামূল্যে আমাদের দিয়ে দেয়। 

এর পেছনে কাজ করে গোটা প্রকৃতি। যার মধ্যে আছে এই কাঠবিড়ালি।  

মানুষের ভুল নিজের বা অন্যের ক্ষতি করে।কিন্তু কাঠবিড়ালির ভুল মানুষ ও মানুষের পৃথিবীর উপকারই করে চলে!তার ভুল থেকে যদি একটি গাছ জন্মে, তাহলে মনে রাখো, একটা পূর্ণবয়স্ক গাছ বছরে গড়ে ১১৮ কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে।
যদি দু'টি গাছ জন্মে,তাহলে মনে রাখো,  দুটো পূর্ণবয়স্ক গাছ চারজন মানুষের একটা পরিবারের সারা বছরের অক্সিজেনের চাহিদা পূরণ করে।

আমাদের অনেকের লোকদেখানো  অনেক বড় কাজ থেকে কাঠবিড়ালির ভুলও অনেক দামী। কিন্তু আমরা এসবের জন্য উপাধী চাই, বিনিময় চাই। প্রকৃতি ও প্রাণিরা কিছুই চায় না!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

 ৫ মামলায় মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট

Body Smell: ৩ খাবার: নিয়মিত খেলে দূর হবে ঘামের দুর্গন্ধ

আমাদের শিক্ষাব্যবস্থা যেমন হওয়া উচিত ছিলো -মুফতি মুহাম্মদ তাকি উসমানি