বিনয়-নম্রতাকে দূর্বলতা ভাবা  বিচক্ষণদের কাজ নয়। মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, সেক্রেটারি -ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা

Published from Blogger Prime Android Appব্যক্তি বিশেষত্বের কারণে আন্দোলনের পক্ষ থেকে মূল্যায়ন করে, দায়িত্ব দেয়াকে কেউ কেউ, ইসলামী আন্দোলন বাংলাদেশের দূর্বলতা মনে করেন।  
এটা আমাদের দূর্বলতা নয়। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা-কর্মীদের বিনয়-নম্রতা। 
 বিনয়-নম্রতাকে দূর্বলতা ভাবা বিচক্ষণদের কাজ নয়।
আন্দোলনের নেতা নির্বাচনের নির্দিষ্ট নীতিমালা অবশ্যই আছে। আন্দোলনের দু একটি মিছিল-মিটিংএ বীরত্ব দেখালেই সভাপতির দায়িত্ব দিয়ে দিতে হবে,এমন নয় । 
প্রথমে আন্দোলনের সদস্য হয়ে, আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানুন। লক্ষ্য উদ্দেশ্য রপ্ত করুন। কর্মী হোন। দীন বিজয়ের মেহনত কে, জীবনের প্রধান দায়িত্ব মনে করে কাজ করুন। উপার্জনের একটা বিশাল অংশ সেই মেহনতে খরচ করুন। দেখুন,বিরক্তি আসবে না। রাগ হবে না। ক্লান্তি মনে হবে না।
উর্ধ্বতন দায়িত্বশীলদের নির্দেশনা যথাযথ ফলো করার চেষ্টা করুন। দেখুন ,দীন বিজয় কত কাছের মনে হয়।

অপরাপর সংগঠনগুলোর একটু পদ-পদবীর জন্য মানুষ কতকিছুই না করে। আর এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সম্মান করে দায়িত্ব দিয়ে,  আল্লাহ প্রদত্ব খেলাফাতের দয়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। একটু হলেও বিষয়টা বিবেচনা করা দরকার। এককভাবে এ মহান দায়িত্ব কতটা পালন করতে পারবো?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

 ৫ মামলায় মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট

Body Smell: ৩ খাবার: নিয়মিত খেলে দূর হবে ঘামের দুর্গন্ধ

আমাদের শিক্ষাব্যবস্থা যেমন হওয়া উচিত ছিলো -মুফতি মুহাম্মদ তাকি উসমানি