ঘামের মধ্য দিয়ে দেহের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অতিরিক্ত ঘামের ফলে দেহে তৈরি হচ্ছে দুর্গন্ধ। নিজস্ব প্রতিবেদক তাড়াশ প্রেস, ০৩ অগস্ট, ২০২২ ০৭:৩১ Save ঘামের গন্ধে টেকা দায়? ছবি: সংগৃহীত Advertisement অফিস থেকে বন্ধুর বিয়ের নিমন্ত্রণে যেতে হবে, অথচ সারা দিনের কাজকর্মের শেষে শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে যে বিয়েবাড়ি যাওয়া নিয়েই তৈরি হচ্ছে সঙ্কোচ? এমন বিড়ম্বনায় কোনও মতে সুগন্ধি ঢেলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হয়েছে অনেককেই। আসলে ঘামের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ও লবণ দেহের বাইরে নির্গত হয়। তা ছাড়া বাহুমূলের মতো স্থানে ময়লা ও জীবাণু জমেও তৈরি হতে পারে দুর্গন্ধ। রইল এমন কিছু খাবারের সন্ধান যা কমিয়ে দিতে পারে এই সমস্যা। Advertisement আরও পড়ুন বর্ষায় বাড়ে এগজিমার সমস্যা! এই রোগের উপসর্গ কী? আরও পড়ুন ভারতে প্রকোপ বাড়ছে মাঙ্কিপক্সের! শুধু কি যৌনসঙ্গমেই ছড়ায় এই ভাইরাস? ১। জল: ঘামের দুর্গন্ধ কমাতে পর্যাপ্ত জলপানের কোনও বিকল্প নেই। পর্যাপ্ত জলপান করলে বর্জ্য পদার্থের ঘনত্ব কমে যায়। ফলে কমে দুর্গন্ধ। তাই বেশি ঘাম হলে তাল মিলিয়ে বাড়াতে হবে জল...
in sha a allah
উত্তরমুছুনশুকরিয়া
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুন